ভাবনা তোমার খিলখিলিয়ে
যতই চলুক হেলেদুলে
টালমাটাল ঝিরঝিরে ঐ হাওয়ায়
পাতার উপর দুলকি নাচন
সেই তো আসল বাঁচার বাঁচন
সেই তো তোমায় সকল পাওয়া পাওয়ায়।
চলতি পথের দুই ধারে দুই
অশ্বত্থ গাছ রোজ আমি ছুঁই
আর , তোমায় ছুঁয়ে বয়ে আসা বাতাস !
সে তো আমার সই হয়েছে
তোমার ভাবনা মই করেছে
আমার প্রানে ফিসফিসিয়ে দিচ্ছে তারি আভাস ।
বৃষ্টি এসে ঝুপতালি দেয়
তোমার পাতায় টুপ্ টুপিয়ে নামি
অবাক করা ছন্দ তখন আমায় মাতায়
পৌঁছে যাওয়ার চেয়ে যে তাই
পথ চলাটাই দামী।
0 Comments