নিমন্ত্রণ - উজান উপাধ্যায়


অভিমানী চোখে অনিন্দ্য স্নিগ্ধতা গুলে রাখা ....রূপকথা ঘনিয়ে এসেছে কান্না মেশানো সাদা জলে....
দুঃখ বোধ আসলে অতিব্যবহৃত
ক্লিষ্ট বয়ানের যক্ষ দলিল ।

এ অনির্বচনীয় সবুজের , আকাশনীলের 
প্রভাতফেরীতে-- এই অযান্ত্রিক তিমির মিছিলে , নবান্নের উল্লাসযামে ....

অভিমান ......

প্রকৃত প্রস্তাবে বিমুগ্ধ আলোরসে সীমিত সমর্পন অফুরান মহাকাব্যের।

অকার্যকর যতিচিহ্নের অফুরন্ত সমাবেশ....

একটি নিরন্তর শূন্যতা অভিমানী চোখে নিমন্ত্রিত  হলে
এ রৈখিক নিমগ্নতা -
অনিঃশেষ সমীক্ষণে অনিঃসীম পরিক্রমা .....ভ্রমণে....ভ্রমণে....।

You Might Also Like

0 Comments