মুক্তির খোঁজে চলেছি আমি,
চাপা শঙ্কায় করছি বাস,
নিজের সাজানো গোলামিতে আজ-
নিজেই নিজের ক্রীতদাস।
মিথ্যে হাসিতে মাথা ঝুঁকিয়েও,
পিছু হটেছে মুখের গ্রাস,
প্রতিবাদটা কর রে যদি-
মানুষের মতো বাঁচতে চাস।
বুর্জোয়াদের লাথি-ঝাঁটা সয়ে,
মিটে গেছে কী মনের আশ?
পরিণামটা জানি, এবার-
টানবি গলায় দড়ির ফাঁস!
মানুষ হয়েও কুকুরের মতো,
পা চাটিস তোরা মাস কে মাস,
চুড়ি পড়ে সব বসে থাক তোরা-
এক একটা সব জীবন্ত লাশ॥
0 Comments