পঁচিশে বৈশাখ - অভিষেক সেনগুপ্ত



নোংরা আমার দিব্যি লাগে
গুটখা থুতু মাখছে শহর
বিশ্রী নেতায় হাসছে হোডিং
ভোটের বাজার ব্রেকিং খবর

এরই মাঝে রেওয়াজ করে
হাজার কচি কাঁচার গলা
কদর্যতা আমার ভাষায়
বেরসিকের মতন চলায়

এই সময়ে রবীন্দ্রনাথ
দুরেই থাকেন আস্তাকুঁড়ে
নোংরা আমার স্মার্টের ফোন
আর জঘন্যতা মগজ জুড়ে

পঁচিশ তারিখ তারই মাঝে
বাউল হয়ে বাড়াচ্ছে হাত
"কবীর সুমন"  একলা বাজান
গ্র্যান্ড পিয়ানোয় রবীন্দ্রনাথ ।


You Might Also Like

0 Comments