কবিতা কুটির নিবেদিত কবিতার সংকলন নিস্তব্ধ শহর
লেখা আহ্বানঃ-
কবিতা (১৫-২৫পংক্তির একটি কবিতা পাঠাবেন)
মেলঃ- kabitakutir2020@gmail.com
লেখা পাঠানোর তারিখ - ৭ই মে থেকে ১৭ই মে, ২০২০।
নিয়মাবলীঃ-
১)লেখা শুধুমাত্র ইমেল( Email)-এ নেওয়া হবে।
২)একজন কবি কেবলমাত্র একটিই কবিতা পাঠাতে পারবেন।
৩)অনুগ্রহ করে কেউ .pdf, .doc, .jpeg ও .jpg -তে লেখা পাঠাবেন না। mail body তে বাংলায় টাইপ করে লেখা পাঠান।
মনে রাখবেন, আপনার লেখাটি মনোনীত হলে আপনার সংখ্যাটি আপনাকে ক্রয়মূল্য দিয়েই সংগ্রহ করে নিতে হবে। কোনো সৌজন্য সংখ্যা দিতে আমরা অপরাগ। সৌজন্য সংখ্যা নেই জেনেই লেখা পাঠাবেন।
মনোনীত লেখকদের ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে।
প্রত্যেকেই অবশ্যই কবিতার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন।
বইটি ই-বুক আকারে প্রকাশ পাবে বইটির মূল্য ধার্য্য করা হয়েছে ৩০ টাকা।
বি: দ্র: মৃত্তিকা প্রকাশন এবং কবিতা কুটির পত্রিকার এই উদ্যোগের প্রধানত কারণ এই লকডাউনে বহু মানুষ আছেন যারা পর্যাপ্ত খাদ্যসামগ্রী ও আর্থিক অনাটনে ভুগছেন। আমাদের মূল উদ্দেশ্য যারা যারা ই-বুক আকারে তাদের কবিতার বই প্রকাশ করবে সেই প্রকাশ বাবদ যে অর্থ টুকু উঠবে তার সম্পূর্ণ মূল্যটি চলে যাবে সেই মানুষ গুলোর সাহায্যে। আপনারা পাশে দাঁড়ালে এই কার্যক্ষেত্রে আমরা সাহস পাবো।
ধন্যবাদান্তে,
কবিতা কুটির
0 Comments