আমাদের website-এ লেখা পাঠানোর নিয়মাবলী
কবিতা কুটির ওয়েবসাইটে লেখা পাঠানোর মেল: www.kabitakutirofficial@gmail.com
লেখা পাঠানোর ওয়্যাটস অ্যাপ নাম্বার: 8013329372 (Ankur Mazumder ) / 6291191938 ( Ashad Mallick )
লেখা পাঠানোর ক্ষেত্রে কিছু শর্তাবলী এবং তথ্য :
১. মেইলবডিতে টাইপ করে লেখা পাঠান। ফোন নম্বর এবং ঠিকানা বাধ্যতামূলক।
২. নিয়ম ব্যতীত অন্য কোনোরকমভাবে লেখা পাঠালে তা গ্রহণযোগ্য হবে না। যেকোনো বিষয়ের লেখা পাঠাতে পারেন।
৩. লেখা পাঠানোর ক্ষেত্রে বানান, লাইনের ফাঁক, যতিচিহ্ন নিয়ে যত্নবান হন।
৪. লেখা পাঠানোর পর ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। কোনোরকম রিপ্লাই মেইল মারফত পাঠানো হবে না। লেখা পাঠানোর ফরম্যাট ঠিক থাকলে অবশ্যই তা পোস্ট করা হবে।
৫. একটি মেইলে একটি মাত্র লেখা পাঠান। একটি মেইলে একসাথে একাধিক লেখা পাঠালে প্রথমটিই নির্বাচিত হবে, সেক্ষেত্রে অন্যান্য লেখাগুলি বাতিল বলে গণ্য হবে।
৬. এখন থেকে আপনারা কবিতা, গল্প, উপন্যাস এবং ছবি- এই চারটি বিষয়ে কন্টেন্ট পাঠাতে পারেন। ছবির ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় এটিই যেন সেটি আপনার নিজের আঁকা বা নিজের তোলা হয়। ছবির উপর কোনোরকম জলছাপ থাকলে তা বাতিল হবে।
৭. উপন্যাস এবং গল্পের ক্ষেত্রে অধ্যায় ভাগের বিষয়টি যথাযথভাবে বুঝে শুনে করবেন।
সকলে নিয়মাবলী মেনে মেইল বা ওয়াটস অ্যাপ মারফত লেখা পাঠান। সকলে সঙ্গে থেকে এইভাবেই অনুপ্রেরণা জুগিয়ে চলুন।