পরান বধূ - গৌরাঙ্গ পাত্র



সৃজিলে তুমি আমারো পরাণে,
          তোমারো পরান ব্যাথা।
কেনই বা দিলে বুক ভরা মধু
             তোমার আকুলতা।।
তোমার কুঞ্চিত কেসপার্শ্বে এই লভিনু সঙ্গ,
 তৃণ শয়নে,পুস্পসুবাসে ধন্য মম অঙ্গ।।
গন্ধব্যাকুল, নদীকলতান, উদাসীনা এ মন,
        তুমি ছাড়া বধূ পরান আমার,
                              প্রাণহীনা ভবন।

You Might Also Like

0 Comments