Poem পরান বধূ - গৌরাঙ্গ পাত্র May 25, 2019 By Ashad Mallick 0 Comments সৃজিলে তুমি আমারো পরাণে, তোমারো পরান ব্যাথা। কেনই বা দিলে বুক ভরা মধু তোমার আকুলতা।। তোমার কুঞ্চিত কেসপার্শ্বে এই লভিনু সঙ্গ, তৃণ শয়নে,পুস্পসুবাসে ধন্য মম অঙ্গ।। গন্ধব্যাকুল, নদীকলতান, উদাসীনা এ মন, তুমি ছাড়া বধূ পরান আমার, প্রাণহীনা ভবন। #Poem Share This Story Share on Facebook Share on Twitter Pin this Post Newer Post Older Post You Might Also Like 0 Comments
0 Comments