প্রশ্ন করছ তুমি ?
প্রশ্ন করাও কি তবে পাপ?
উত্তরটা যে ভাই বড্ড দামী,
তাই পাওয়াটা বড়োই চাপ।
কেনো মরবে দেশদ্রোহীর তকমায়?
বাঁচতে চাও না হয়ে হিন্দুস্তানি?
যখন সস্তার রামনামে বিশ্বাস মিলায়,
কি করতে হতে যাবে পাকিস্তানি?
বন্দুক ধরলে তুমি মাওবাদী,
মারা যাবে কুকুর ছাগলের মত।
এগিয়ে আসবে না কোনো প্রতিবাদী,
মিথ্যা আশায় এগোচ্ছ যত।
এই আশাতেই কি লক্ষ বিপ্লবী দিয়েছিল বলিদান?
গরুর দাম মানুষের থেকে বেশি,এটাই তাদের যোগ্য প্রতিদান।
0 Comments