যুগান্তের প্রহরায় - অমিত ব‍্যানার্জী



একটা ছাত চেয়েছিলুম। তারি নিচে
অবসরের বিছানা বিছাব বলে,
অন্ধকার আমায় করল বিবসনা ।

মনসেগুনে খোদায় কাঠে পালিশ করা
 চুপদুপুরে আঁকড়ে কোলে বালিশ ধরা
 দলছুট যত সময়কণা।

মোহিত বিকেল ছেড়েগেছে
ভাব আঙুলের এক একটা পাব
তবু, গজল হয় একদূর কাছে থাকা।

কত শত তারা নামে
 পালকের প‍্যারাসুট বেয়ে
অকৃপণ আলো ঢাকে আঘন রূপকথা।

চঞ্চলতার ঘুঙুর পায়ে
 উঠে আসি ছাতের 'পরে
সারাগায়ে আঁধার ট‍্যালকম।

প্রহর জুড়ে প্রহর শেষে
 গ্রন্থীখানি হাতড়ে দেখি
অমৃতার সম্পৎ সরগম ।

You Might Also Like

0 Comments