কোথা পাও এতো সহনীয়তা ? মাগো!
দশ মাস - দশ দিন গর্ভে করলে ধারণ,
দিয়েছি তোমায় অসীম যন্ত্রনা
তোমার গর্ভ হতে করেছি কত জ্বালাতন।
রাত-দিন সয়েছ অস্ফুট নিপীড়ন।
মাগো! বলোনা কোথা হতে পাও,
এতো দহন সহ্যের রচনা?
শুধু কি পেটের সন্তান দেখার প্রেরণা?
বাড়িয়েছি তোমার দায়িত্ব এসে এই দুনিয়ায়,
যত্নের আলিঙ্গন দিয়েছ আমায়।
না খেয়ে খাইয়েছ আমায়,
নিজের কথা ভাবনি,
মাগো!আমায় করেছ ঋণী।
স্বার্থের এই দুনিয়ায়,
আপন বলে কেউ নেই
তোমার পায়ে আমায় দিও ঠাঁই।
0 Comments