রংয়ের তাৎপর্য ...
সে তো নিছকই জীবনের খোঁজ !
লাল, গোলাপী কিংবা নীল
এদের ভাষা তো একই--
তারা সকলেই রং; ভালবাসার,
জীবনে ভালবাসাই তো রং।
মানুষের কথার পিঠে কথা
রংয়ের পিঠে রং, কেবলই রঙের প্রকারভেদ
হলুদ, সবুজ কিংবা বেগুনি
কখনো বসন্ত রাঙায় মন
কখনোও বা শরৎ -হেমন্ত
রঙের পিঠে রং, সুখের পিঠে সুখ
তাতেই হবে জীবন উন্মুখ।
0 Comments