বশ্যতা - মনোজ ঘোষ


ক্লান্ত শরীর ক্লান্ত এ মন
ক্লান্তি নিয়ে আর চলবো কেমনে?
তাই পথের শুরুর আগেই
আমি সমাপ্তি রেখা দিলাম টেনে,
চললে হয়তো জিতবো, তবু
থমকে দাঁড়ায় হারকে নিলাম মেনে।

You Might Also Like

0 Comments