পাষন্ডী - পুলক বিশ্বাস


সমাজের আত্মহননে ভালোবাসার গন্ডি টানা
দ্বন্দ্বের নেশায় আপ্লুত
অসীমতা সীমার কাছে নত
আত্মহত্যার ভেতরে একা
ভয়ানক স্বপ্নে বিষ পান করেছে বিশ্ব পিতা।
ইতিহাসের বুক চীরে
প্রকৃতির কোলে রক্তাত্ব দেহ
পাষন্ডী হবার বাসনা,
রক্তপাতের কান্নাজল
প্রতিশোধের আগুনে ফোটে।

You Might Also Like

0 Comments