অঙ্গীকার - রুনু পাটারী


চলোনা শুরু করি আরও একবার
হাতে হাত রেখে পথ চলা,
একই স্রোতে ভেসে যাওয়া
একই পৃথিবীর এক সীমাহীন প্রান্তর থেকে অসীম হয়ে যাওয়া।
চলোনা আরো একবার দুজনার খেয়াল রাখি।
চলোনা হারিয়ে যাই ওই মাদকতার হাসিতে,
আর হারিয়ে যেতে চাই তোমার ঐ আঁখিতে।
এইভাবেই চলোনা সাজাই একটা নতুন পৃথিবী।
যেখানে আমরা এক হবো,
যেখানে আমি তোমার মস্তিষ্কে নয় হৃদয়ে রব।

You Might Also Like

0 Comments