স্বাধীনতা - অদিতি ঘোষ



পাখিটার ডানা কেটো না
ওকে উড়তে দাও
ও যেতে পারে বহুদূর - যা তোমার অজানা,
ঝড় ঝাপটা, মেঘ বাদল সবের উপেক্ষায়
উড়তে পারে বহুদূর।
ওর জন্য এক মুঠো রোদ এক বিকেল আকাশ
বিছিয়ে দাও রঙিন ডানায়,
ও পরে গেলে সাহস যোগাও বাতাস হবার।


পাখিটাকে খাঁচায় বন্দী রেখো না
শিকল খুলে স্বপ্ন দেখাও
উড়তে দাও নীল আকাশে
দূরে বহুদূরে,
জানো তো, ও যায় বহু দেশে
সাদা পরীর দেশ কখনো বা আগুন পরীর দেশ
ও জানে অনেক কিছু - যা তোমার অজানা।


পাখিটাকে দৈত্য দানবের ভয় দেখিও না ,
দূর সীমান্তে এক ফালি কালো রং তুলি
 ও জানে দুর্যোগের আভাস
রোদের পরে কালবৈশাখীর বাতাস,
স্ব এর অধীন বড্ড বাজে - বলে
আকাশ জুড়ে পাঁচিল তুলো নাকো,
কালের নিয়মে মৃত্যু আসে বটে
পাখি তখনও সবুজ ঘাসে বাসা বাঁধে।


পাখিটাকে রবিবাবুর তোতা করো না
শিখতে দাও ও যা চায় ,
ঠেসে ঠেসে বিদ্যে ঠেলে বন্ধ করো না
পাখির পেটের  সবুজ থলি,
ওকে দাও মুঠো মুঠো ফল
মুছে যাক বদ্ধ মনের অদৃশ্য কালি
 বাঁচতে দাও ওদের মত করে
দেখো, উড়ে যাবে একদিন
মরুর দেশের যত চোরাবালি ।

You Might Also Like

0 Comments