ভেঙেছে গুজরাট , ভাঙছে প্রদেশ,
অন্তিম মুহূর্তে বাংলাও সেই দলে,
খতম হতে থাকা বিবেকদর্শন ভুলে,
ঘাড়ে পড়ছে শেষ দীর্ঘনিশ্বেস।
চারিদিকে ভেঙে পড়ছে মূর্তি ,
বইছে খোল করতালে পাশবিক উদ্দাম নৃত্য,
মাটিতে মিশছে সুমধুর স্মৃতি,
বিনা বাক্যব্যয়ে মানুষ পুরাতন ভৃত্য।
লেনিন না হয় রাশিয়ার ,
কি হবে তাকে রেখে?
পড়েছিতো আমি শেকসপিয়ার,
বর্ণপরিচয় দেখেনি চেখে?
মধুসূদন বোকা তুমি, লিখেছ ত ভুল লোককে নিয়ে,
এই বাঙালি চালাক আমি, বেশ করেছি উচিত শিক্ষা দিয়ে।
0 Comments