জীবন নিজেকে তৈরি করে নেয় ---
হয়তো অহরহ নতুন করে তৈরি করে
কতো হৈচৈ, কতো সমস্যা ।
কখনো কখনো জীবন ধারার উপর
আকস্মিকতার ছায়া পড়ে ।
তবুও -----
জীবন জিজ্ঞাসা তাড়িত হয়ে নানান বৈচিত্রে ।
দিন যাপনের ব্যবস্থায়
জীবন বয়ে যায় বিভিন্ন প্রবাহে ।
কিন্তু ----
চেতনা স্থবির , স্থানু হয়ে কোথায় যেন তলিয়ে থাকে --
অতি সঙ্গোপনে ।
তারপর ----
আবার ঋজু সরল রেখায় এগিয়ে যায় সে ।
প্রতি মূহুর্তে এগিয়ে চলে
পরিতৃপ্তি - অতৃপ্তির পরিতৃপ্ততা নিয়েই
তার সার্থকতা ।
সে জানে ----
স্বার্থান্বিত চাওয়া কখনো ই
আপন প্রকোষ্ঠে স্থিত থাকে না ।
ব্যক্তি জীবনের প্রাচুর্যতা
চিন্তার প্রবাহ কে উত্থাপন করে ।
পক্ষ - প্রতিপক্ষ উভয়ের মধ্যে তৈরি হয়
যোজন তফাৎ ।
তখন ই জীবন ধারার উপর ---
তৈরি হয় নানান পরিকল্পনা ।
জীবন যাপনের বিভঙ্গই তৈরি করে মানসিকতা ।
আর ---
জীবন ধারাই গড়ে তোলে চেতনাকে ।
0 Comments