তোমার ইন্দ্রিয় ভোগের তৃষ্ণাকে,
রেখেছো তুমি দমিয়ে।
আমি অপারক, তাইতো-আমার নাম, আজও ফেরে বেশ্যালয়ের করিডোরে।।
কেন তুমি জানো?
লাম্পট্য যৌবনের উদ্দাম নৃত্য, যেদিন নেচেছিলো
তোমার স্তন্য যুগলে.....
....করেছিলে আওভান, রূপ....রস...সকলি,
মাধুকরী করিতে।।
চরিত্রের চোরাবালিতে, বারংবার ঠেলে-
আত্মসুখের কালো গহ্বরে- ডুবেছিলাম সেদিন
প্রথম সূর্যোদয়ে......।।
মৃগনয়না,মায়াবিনীর ওই জাদুতে,
যেমত করিয়া ভ্রমরা ভুলে চিত্রতে.....তেমনি
.......হায়রে বিধাতঃ হায়!!
ঔদ্ধত্যের চরম সীমায় আজও- .....পড়েনি সিলমোহর,
তিলে তিলে চলেছি ক্রমশ মৃত্যুর সোপানে ।
আজ রয়ে গেছে শুধু তোমার আলিঙ্গন খানি,
দুশ্চরিত্রের চরম সীমায় আসিয়াছি আমি -
..দায়ী কে ? তুমি .....না আমি.....?
1 Comments
ধন্যবাদ।
ReplyDelete