আসছে ছুটে ভয়ঙ্কর তাল গাছের বোঝা
হাতির দল, কামান দাগায় যুদ্ধ নয় সোজা।
ওরে পালা তোরা, পালা পালা, মরবি তোরা
সাহস নেই, বুদ্ধি নেই, অহংকারের ঘোড়া।
তবে তোরাই বলিস নাড়ির টান!
কাপুরুষ মিথ্যেবাদী, নেই কোনো সম্মান!
নারীর রক্ত, নারীর কাজ, বলিস তোরা নারীর লাজ
কোথায় তোদের কথাগুলো, কোথায় তোদের রাজ?
এখনই হবি খানখান, রক্তে মাখা তলোয়ার
বিষে বিষে শেষ হবি, প্রতিরোধ পারবি? সাহস আছে কার?
মনে পড়ে, তাদের কথা! অসুর নিধন?
মনে কি পরে তেজের সাহস, স্বর্গ জ্বালাতন!
কি বা ছিল! ছিল নাড়ির টান,
অস্ত্র নিয়ে মাতৃশক্তি গায় জয়গান!
আমরা এখানে ভীতু প্রাণী, সাপের কাছে ভয়
শত্রু এলে খড়ের গাদায় লুকায় সংশয়।
বর্গী এসে নিয়ে গেছে সোনার সিংহাসন
নিজের জিনিস পরের কাছে, নেই আগ্রাসন।
কি বা আছে দিয়েছি তো দেশের, নিজের তো নয়,
দেশ আর নিজের কাছে অনেক পার্থক্য তাই না!
নেই যে টান নাড়ির, ও যে অবলা
স্বার্থ বড়, মিথ্যা নাড়ি, সবই অবহেলা।
যারা ছিল প্রাণ, দিয়েছে সম্মান
নাড়ির টান নারীর কাছে উপদ্বীপের জয়গান!
লড়ব একাই, আসুক ওই সাদার দল
মিথ্যে বলে জিতবে না কেউ, যদিও করে ছল।
আবার ঝরে পড়বে রক্ত, লেগে যাবে কাপড়ে,
নাড়ির তীরে মরবে ওদের দম্ভের অস্ত্র।
ওরে দেখ ওই দেখ আসছে তেড়ে রণের দল
না জানি অর্থ, নাড়ির টান যুদ্ধ অনিবার্য।
পালাব না , পালাব না, মরব আর মারব,
থাক দাঁড়িয়ে দেখি ওদের সাহস কেমন,
নারীর কাছে অস্ত্র ধরার শাস্তি ও পাবেই।
ওই দেখ ধর ধর, পালায় ভয়ে, ধর ওকে
এদের দেখে আমরাই নাকি পাচ্ছিলাম যত ভয়।
কুঁয়োর ব্যাঙ রে ওরা, মার মার, ধর ধর।
নাড়ির টানে নারীর শক্তি, নারীর কাছে জয়,
সাহস হলে রক্তে মাখাও সব মিথ্যা ভয়।
কে মারে তোমায়,জতুগৃহে ধরাও আগুন,
ফেরাও শত্রু, সাহস প্রাণে ভাঙো দুর্বল ঘুন।
0 Comments