মেঘের মতো হালকা পরকিয়া প্রেম
ভালবেসে যারা থাকতে পারে
পরস্পর কে সম্মান দিয়ে
তারাই সুখী ---
জীবনের টালমাটাল স্রোতে
সমালোচিত জীবনের সাদা কালোর প্রদর্শনীতে
এ এক অসামান্য অভিজ্ঞতা ।
আশ্চর্য এই বন্ধনের পর্যালোচনা
শিল্পীত কাঠামোয় অভিপ্রেত ।
তেমনই সুচারুভাবেই
জীবনের পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত
সাবলীলতার স্রোতে ভেসে
দ্যুতি মুখ ও দ্যোতনাময় হয়ে উঠেছে
সামাজিক সম্ভ্রমের উপান্তে থাকা জীবন ।
চিরাচরিত শিল্প রূপ গুলি
অনুসঙ্গ হিসাবে অতিক্রমী
জনমানসে ঐতিহ্যানুসারী তার প্রতিভূ ।
সৃজনশীলতা ও সৃষ্টিশীলতার
শৃঙ্খল থেকে মুক্ত ---
মনস্তত্ত্বে যাদের উৎসাহ
অদ্ভুত এক কল্পরাজ্য বোধ
নৈতিকতার প্রান্তস্পর্শী কল্পনায়
হারিয়ে যাওয়া ভালবাসার সামগ্রী যেন ফিরিয়ে দিতে ও সমর্থ ।
সম্পর্কের আমন্ত্রণ একেবারেই আকস্মিক
গ্রহণযোগ্য অনুপ্রেরণা
সাংস্কৃতিক প্রান্তিকতার সঙ্গে
জীবনের সমস্ত সমস্যাকে
সপে দেওয়ার এই যে স্বপ্ন
এতোই আকস্মিক যে ---
অন্তর থেকে তার নির্বাসন অসম্ভব ।
0 Comments