কোথাও যেন থমকে গেছে পথ ,
দীঘির পাড়ে শুধুই নীরবতা
কাজল মেঘে আকাশ ঘনিয়ে এলে
বৃষ্টি নামার বিশুদ্ধ স্তব্ধতা ।
গাঁয়ের মাঠে তালগাছটাও একা
ঘন কালো মেঘ ঘিরেছে তাকে
গাঁয়ের বঁধুর নাগ কেশরী কেশ
একলা পথে চলছে কলস কাঁখে ।
রাখাল তুমি বাজিও না আড়বাঁশি
তোমার বাঁশি বড্ড হৃদয়কাড়া
দেখেছি তোমার কষ্টিপাথর দেহ
কালো মেঘের মতই মনোহরা ।
ঝড় উঠেছে মত্ত গাছপালা
ফুল গুলো সব আজকে বৃন্তচ্যূত
পাখির বাসা আছড়ে পরে পথে
মাটির বুকেও আঘাত লাগার ক্ষত ।
শেষ বেলায় উন্মত্ত সব হাওয়া
উড়ায় ধূলো , বন্ধ কপাট সব
কবির যত অলেখা পান্ডুলিপি
ঝড়ের কাছে মেনেছে পরাভব ।
0 Comments