আজও বসেছিলে ঠিক পিছনের সিটে,
বলার ছিল অনেক কথা,
কিন্তু কোন অজানা শক্তি দিল সব ঘেঁটে,
নিস্তব্ধতা জানিয়ে দিল বুকের ব্যাথা।
এসেছিলে মেঘবিহীন বজ্রপাতের মতন,
ক্রমেই বাড়ালো হৃদস্পন্দনের গতি,
একসময়ে হীরের থেকেও অমূল্য রতন,
রিংটোনেই প্রতিফলিত অবাধ উপস্থিতি।
চেনা পারফিউমটি কেনো অচেনা,
হাজার চেষ্টাতেও পারি না ধরতে,
ফিরে তাকানো কি একেবারেই সাজে না?
বেঁচে আছি যে মরতে মরতে।
কবিতা রোজ যার তরে কাঁদে,
মাথা লুকোয় আজ অন্যের কাঁধে।
0 Comments