যোনি পিপাসাই শেষ কথা আজ,
বয়সে কী যায় আসে!
ধর্মের রং মেখে নিলে গায়ে-
আইনও থাকবে পাশে।
বলছ মুখে 'বাঁচাও নারী'
'শিক্ষা নারীর অস্ত্র', বদলে-
যৌনতা হল মাপকাঠি, তাই;
নারীরা আজ বিবস্ত্র।
উত্তর তবু মেলেনি, আরও-
চিন্তারা হল জড়ো,
এটাই নাকি স্বচ্ছ দেশের-
নমুনা সবচেয়ে বড়ো।
না ঘুমিয়ে জাগো হে সমাজ,
প্রতিবাদ শুরু করো, কারণ-
হাজার হাজার 'আসিফা'-ও হয়
তোমাদের ঘরে বড়ো॥
0 Comments