একদিন বসন্তে - বৌধায়ন চক্রবর্তী



তোমাকে জাপটে ধরব যখন
দুরন্ত খাব চুমু!
বেদেনির মতো ঋজুতার জেদে
তোমার পায়ের ঘুঙুর
বাজবে এবং নাচবে হৃদয় সেই পাড়াগাঁর পথে

যেখানে তুমিও অঝোরে কাঁদবে,
আমিও কাঁদব, সত্যি,
কান্নার ধারা সমান্তরাল,
জানব না উৎপত্তি
সেই বেদনার, কাজ কী বা আর মোড়লের মতামতে!

You Might Also Like

0 Comments