পরপুরুষ ও তুমি - চয়ন বিশ্বাস


আমি দেখতে চাই
কোন এক পরপুরুষ তোমার জন্যে
গোলাপ নিয়ে ছুটে আসছে,

কোন এক সদ্য যুবক
তোমায় না পেয়ে
পড়ে আছে রেললাইনে।

তোমার জন্যে ঘর ছেড়েছিল যে কিশোর
তার পা এখন পেশিবহুল
শক্ত কঠিন হাত
পরণে ছেঁড়া জামা
মাথায় রুক্ষ চুল
তোমায় পাইনি সে কোনদিনও,


আমি দেখতে চাই
তুমি হাঁটছ
কোন এক পুরুষের পাশাপাশি
তবুও সে তোমায় ছুঁতে পারছে না,

কিন্তু আমি চাইলেই তোমার
চিবুক ছুঁয়ে চুমু খেতে পারি,
তোমার বাহুতে স্পর্শ করতে পারি,
তোমার কোমলের মত বুকে
মাথা রেখে ঘুমতে পারি সারারাত।

You Might Also Like

0 Comments