বিষাক্ত বিশ - সাহা শোমী



বিষাক্ত বিশ
সাহা শোমী

মৃত্যু যখন দাঁড়িয়ে থাকে দোরগোড়ায়,
রাতের পরেই রাত নেমে যায়।
নির্নিমেষে, ঊষাকালেই ভোর ফুরায়।
চোখের  আগল খুলতে গেলেই ,
চোখের কোলে, নিরলস নিরাশ ছায়া।
আসা-যাওয়ার  মাঝের জীবন
ধর্ম,জাতির বর্ণ বিভেদ, অব্যক্ত বেদনার, করুণ কায়া।
ব্যথায়-ব্যথায় ,বিদীর্ণ বুক,
হচ্ছি মানুষ ধীরে ধীরে, সেই সুখের মাঝে,
আচমকা বাঁধলো বাসা, একোন অসুখ?
তুমি আছো,আমি আছি,এই মুহূর্তে তা সত্যি,
একপলকেই বদল ইতিহাস তায় নেই সংশয় একরত্তি।
স্বপ্ন আজ দুঃস্বপ্ন,সাগর ফেনিল,
ভবিষ্যত ধূমায়িত, ঊষ্মায়িত-তপ্ত অনিল।
নয়ন সাগরে অগাধ প্লাবন,নোনা সাগরে ডুবছে।
বুকের মাঝে কোন হাহাকার
জীবন ,মৃত্যু কিনারায় ফাঁদ পাতছে,
গেল গেল সব ,সামলে চলো রব উঠছে।
মন আজ সন্ন্যাস যাত্রায়,
সাদা মাটায় নেই ত্রুটি, বিন্দু মাত্রায়।
মৃত্যু রাহু আজ রাবণ সেজে,দশ মস্তক‌।
বিষ আমরা,বিষয় আর বিষের কাছেই নতমস্তক।
মরণ গরল সম্মুখে তাই,
পাপী প্রাণে পুণ্য ফুলে আশ বাঁধা ভাই,
আজ বাঁচলে  এই জীবনে
ডুব দেবো কাল,সৎ সাগরের নিষ্পাপ ভুবনে।
বিশেই আমরা ,বিষ তাড়াবো বিষ দিয়েই।
জাগছি তাই ,রোজ ভোরেতেই,
নতুন একটা স্বপ্ন আর নব জন্মের মন নিয়ে।।

You Might Also Like

0 Comments