ঈশ্বর, ওরা পাথর ভেঙ্গেছে,
তোমায় পারেনি ভাঙ্গতে।
এমনটা যে হওয়ারই ছিল
সে কথা তুমিও জানতে।
জীবদ্দশায় স্বয়ং লড়েছ
চারিপাশ প্রতিকূল,
আদর্শটাই এখনো লড়ছে
ওটাই চক্ষুশূল।
যুক্তিবাদীতা প্রগতিশীলতা
জ্ঞানের মন্ত্র তুমি,
তোমার স্বপ্ন গায়ে মেখে আছে
আমার জন্মভূমি।
অক্ষরে বাঁচো, লড়াইয়েও আছো,
মননে সুরক্ষিত।
আধুনিকতায়, ওরা ভয় পায়,
ভীষন উত্তেজিত।
আজকে তোমায় আগলে বাঁচার,
শপথ বাংলা নিক,
গোড়ামির মুখে চাটি মেরে তুমি
এখনো প্রাসঙ্গিক।
0 Comments