দিন যায় রাত নামে আবার রাত শেষে আসে দিন,
ধারাবাহিক চলতে থাকে জীবনটা আসলে ক্ষীণ।
কিছুই না পাওয়া বেকার যুবকটি চেয়ে নদীর পানে,
আপন মনে ভাবতে থাকে জীবনের অন্তর্নিহীত মানে।
একসময় ছেলেটা ছিল খুব প্রফুল্ল , আনন্দ ছিল মনে,
সৃজুক্তা নামে প্রেমিকা ছিল ইতিহাসের কোনো এক ক্ষণে,
শুরুটা হয়েছিলো কলেজ লাইফে, বেশ গাড়ও হয়েছিল প্রেম,
ব্যর্থ হয়ে বললো ,প্রেমটেম আসলে কিছুই না ,সবই চিরন্তন গেম।
প্রথমে সাইন্স, তারপর পড়েছিলও ইঞ্জিনেরিং ,
চাকুরি হবে জল ভাত, তাই নো কেয়ারিং।
কিন্তু পড়া শেষে যেই জুটলো না কোনো চাকরী,
কঠিন হয়ে যেতে জীবনটা করল না সামান্যও দেরি।
হতে চেয়েছিল সে এক কবি ,বলেওছিলো মাকে,
বিনা চাকরিতে পুরো পাড়া বেকার বলে ডাকে।
তার দুঃখ কেউ বোঝে না, তাকে পোছেনা কেউ,
পেনদুটিই একমাত্র সম্বল ,জীবন জুড়ে শুধু ঢেউ।
এইভাবেই কেটে গেছে জীবনের ২৬ টি বসন্ত,
৫ টাকার বিড়ি-দেশলাই ,এটি কিনতেই সে সর্বস্বান্ত।
আচমকা চোখ বোজাতেই সে দেখতে পায় আশার আলো,
অনেক তো হলো এবার তাহার মরে যাওয়াই যেনো ভালো।
1 Comments
Dhonnyobad
ReplyDelete