সান্ত্বনা - রূপম অধিকারী


বাড়ি ঘর জুড়ে দিবা- রাত্রির কাব্য ফেরে 
সিলিঙের ঝাড়বাতি আলো জোগায় অচেনা ভোরে 
আবার যদি ফিরে আসিস;সমস্ত ভুল বুঝতে পেরে
এবার বলবো পারলে আমার শরীর থেকে অশান্তি নে
ঝুটঝামেলায় জড়াস কেন;কেন এতো কষ্ট পাস
যা তোর কোনো দিনই নয় তাকে কেন পেতে চাস 
সময় হয়েছে আমার মতো মনেও জমেছে মেঘ
অশ্রু- কণা পরছে খোসে দুই বাগিচার মধ্যে থেকে 
খুলছে মুখোশ যাচ্ছে চেনা ফাকা ফ্রেমের সব অভিনয়
তবু তোর শরীর শুধু নিছক প্রেমের কাঁদুনে গায় 

অন্ধকারে আধবোজা চোখ খুলে জানান দেয় মাঝরাত
যার অভিঘাতে যৌনতা আমার ধুয়ে মুছে সাফ
তাদের মাথায় পড়ুক ভেঙে বাজ
যারা নতুন নতুন মন ভাঙছে রোজ
কে আর বাকি রইলো শেষে 
সবাই অপরাধীর বেশে ভালো থাকার করছে পরিহাস 
আজও তাই কাব্য করি,ফেলি লিখে অনেক কিছু
শব্দজালে জড়ায় তোকে তোর তুলনায় সবাই নিচু 

চটজলদি সময় গড়াই;এক পলকেই বছর কাবার
রাগের মাথায় করা অভিশাপ;লাগুক সব আমার উপর
দুঃখ-কষ্ট আমি নেবো; বোঝায় করবো বুকপকেটে
আমার মতো কষ্ট যেনো; না ঘিরে থাকে তোকে 
স্বর্গ- সুখ করিস যাতে লাভ
করবো ব্রত, রাখবো উপবাস 
তোর খুশিতে ছাড়তে পারি জগৎ- সংসার
কারণ, ভালোবাসার খেলায় তোকে করেছি কিস্তিমাৎ 

You Might Also Like

0 Comments