অক্ষমতার কবিতা - অর্ঘ্য কমল পাত্র


তোমার দিকে তাকিয়ে.....আত্রেয়ী 
আমি কিছু লিখতে পারলাম না 
জানিনা কেন? 

কখনো এরকম হয় না।
যে কোনো কারোর দিকে তাকিয়েই আমি---
ঠিক কিছু না কিছু একটা লিখেছি ঠিক-ই
কারোর হাস্যকর স্বভাব বা ত্রুটি নিয়ে।
সেসব লেখাকে কবিতা বলতে পারো.... সহজেই।
তবু কেন এমন হল..... 

আসলে কি.....কবিতা লেখার পর আমি 
প্রত্যেকবার সেই কবিতাকে দেখতাম।
কিন্তু তোমাকে দেখেই যেন কবিতা মনে হল....
তাই আর কিছু লেখা হয়ে উঠল না।

You Might Also Like

0 Comments