অচেনা তুমি - ইন্দ্রনীল সেনগুপ্ত


সেই ট্রেন এ যেতে যেতে তোমাকে দেখতে পাওয়া,
জানলার বাইরে দেখছিলে তুমি আর আমি তোমাকে।
নাহ্ স্টক করিনি,সেতো আজকাল লোকজন বলে।
আমি শুধু তোমাকে দেখছিলাম বা হয়তো তোমার রূপের মাধুর্য্যে ডুব দিয়েছিলাম
 কিছুক্ষন পর মনে হলো না থাক..
হঠাৎ দেখায় মন জড়িয়ে নেওয়া ঠিক নয়, চোখ জুড়িয়ে যাক বরং।
 হয়তো তোমার কোনো বয়ফ্রেন্ড আছে বসে তোমার পথ চেয়ে,
হয়তো বা একটু আগেই ব্রেকআপ হয়েছে,মনের দুঃখে প্রাকৃতিক দৃশ্য দেখছিলে তুমি,
এই তুমি টাকেই মনে রাখতে চাই সারাজীবন।
ক্রাশ নাকি ইনফ্যাচুয়েশন?নাকি তোমার হঠাৎ তাকানো তে বুকের বা দিক টা চিনচিন করে ওঠা?
 কে জানে কি লাভ ভেবে ছাইপাশ!!
 তার চেয়ে থাকো তুমি ট্রেন জার্নির একটা গল্প হয়ে..
 কখনো ট্রেন এ আবার উঠলেই সেই সকাল টা কে মনে করব আর ঠোঁটের কোণে হাসি লেগে থাকবে,
 লোকে পাগল ভাবতেই পারে তাতে কিছু যায় আসেনা,থেকো আমার সাথে সারাজীবন মস্তিষ্কের এক কোণে,

আমার,অচেনা তুমি।

You Might Also Like

0 Comments