স্পর্শ মদিরতা - দেবাঞ্জনা চ্যাটার্জী


আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে
যেন সব কথা এবার থেকে আঁচল বলবে না, ঠোঁট বলবে না
বলবে শুধু
একটা হাতের ওপর রাখা একটা হাত
আর জড়ানো আঙ্গুলগুলো,
যার প্রতিটি স্পর্শ এনে দেবে
ভালোবাসার শিহরণ মনের আনাচে কানাচে
আর মায়াবী কাজল পরিয়ে দেবে চোখের পাতায়
না। আজ আর কোনো কথা নয়
আজ থাক না ভালোবাসা
শব্দের অবরণমুক্ত হয়ে
থাক ভালোবাসা আজ
শুধু নির্দোষ স্পর্শের মদিরতায়
মাতাল হয়ে।

You Might Also Like

0 Comments