আগুন কিংবা অভিমান - শিমুল চৌধুরী দ্রুব


স্বতঃ ভুলে আত্মাহুতি দিচ্ছে কিট কিংবা পতঙ্গেরা
ঠিক যেমন করে ঝাপ দিয়েছিলাম তোমার ভেতর।

যে আগুনটা জ্বালবো করে ডুবে ছিলাম,
সে আগুনটায় নিজেই জ্বলছি ফের অপরিণত সম্ভাবনায়
ধরো প্রেমবয়সী একটা নদী, ওপার তুমি এপার আমি
তুমি শুধু ভাঙচুর বেগে সুজলা সুফলা গড়ছো কেবল
আমি শুধুই শব্দ করে হুড়মুড়িয়ে ভাঙ্গছি দখল।

নদীটারে কেউ চেনে নামে কেউ চেনে প্রেমে,
আমি চিনি প্রেমে কিংবা অভিমানে!
অথচ তুমি চেন শুধু ভুলেই।

আমি তো আর অলৌকিক শ্রোস্টা নই।
আমি তো কোরআন লিখিনি
কোরআন, বেদ, বাইবেলেও
মস্ত, মস্ত ভুল পাওয়া যায়।
আমারতো ভুল হতেই পারে!

এবেলায় শুদ্ধ করে দেখো স্মৃতির ভুল ত্রুটি
তবেই নাহয় পড়ে দেখ আমিও কেমন সুপাঠ্য বই!

You Might Also Like

0 Comments