যখন ফিরে তাকাবে,
দেখবে আমি আর নেই! আমি একটু
অবকাশ চেয়েছিলাম অবসরে তোমাকে নিজের করে পাওয়ার,
তোমার নামে আমার নিখাদ মন সঁপে দিতে চেয়েছিলাম।
তোমার লোমশ বুকে কান পেতে হৃদযন্ত্রের কথা শুনতে চেয়েছিলাম।
তোমাকে তোমার থেকে বেশী করে জেনে,
আগলে রেখেছি পরাণ খাঁচায়।
জানি,আগামী দিনে তুমিই আমার একাকীত্বের রসদ হবে।
আমি খোলা আকাশ ভালোবাসি,
আমি পাকা কেশী নোনা জল লোভী।
আমি ভাবনার পায়া আঁকড়েই বাঁচি।
এসব আজীবন ডায়েরীর কোলেই লিখে এসেছি।শুধু,
তোমাকে জানাতে পারিনি কারণ;
তোমাকে জানা আর বোঝার মধ্যগগনে
নিজেকে তোমার চোখের পাতায় সাজানোর কোনও সুযোগই পাইনি!
আমি সারাটাজীবন তোমার মূহুর্তের সাক্ষী হয়েই থাকব।
আর তুমি?
তুমি হবে আমার সেই অভিলাষী রক্তিম আবীর।
0 Comments