মনের ওপারে - শুভ্রজিৎ পোদ্দার



দেখা হল বছর চারেক পর,
আজও কি মনে পড়ে আমায়!
কি জানি, হয়তো আছি তোর মনের কোনো এক কোণে,
জানিস তো, আজও ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে;
আর দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলতে খুব ইচ্ছে করে ভালোবাসি খুব ভালোবাসি তোকে।
কিন্তু সেই ইচ্ছেদের টুটি টিপে ধরে রাখি মনের এক কোণে।
আর এভাবেই দিন যাচ্ছে আমার, তোকে আগলে রেখে মনে।

You Might Also Like

1 Comments