অপূর্ব তুমি - ঝন্টু দাস


যখন সূর্যটা তোমায় আলোকিত করেছে
তোমায় আবিস্কার করেছি অন‍্যরুপে-
এ যেন অন‍্যকেউ,
ভ্রুযুগলের মিলন উৎকন্ঠাতে,
ভাষারা রুপ নেয় গোলাপি ঠোঁটের পরিণয়ে,
হলুদাভ দু-চোখের পাতাতে ওঠে অনন‍্য শিহরন,
ঝলমল করে ওঠে পাতায় বসে সূর্যের বিন্দুকনা,
এ যেন সাজানো মুক্তোদানা।
তবুও তোমায় বলতে পারিনি,
অন‍্যসব পুরুষদের মত হতে পারিনি,
এক অপরুপ দৃশ‍্যের অবতারনা,
যাতে ছিলাম আমি বিভোর,
মনে মনে বলছিলাম -
অপূর্ব তুমি! সত‍্যিই অসাধারণ।

You Might Also Like

2 Comments