শুনতে চাই শুধুই শুনে যেতে চাই, যা আমার মনের ভালো থাকার কারন
যা কিছু আমার হৃদয় ঘিরে, আমার অস্তিত্বে সৃষ্টি করে শান্তির বাতাবরন।
খোলা জানলার ওপারে যে উন্মুক্ত জগতের হাতছানি
নীল নির্মল গগনে মুক্ত বিহঙ্গের যে অবাধ দুর্বার গতি।
ভোরের সাথে সাথে আমার উদ্যানে আসে কত না রঙ্গিন পাখি
সেই রং আর গাছগাছালির সবুজিমা মিলেমিশে ভরায় আমার আঁখি ।
দেখতে চাই আমৃত্যু দেখে যেতে চাই প্রকৃতির সে দৃশ্য মনোহর।
কবির কলমে ফুটে ওঠা প্রকৃতি আর জীবনের প্রকৃত মেলবন্ধন
ভালবাসায় আর ভালো লাগায় পূর্ণ করে আমার প্রান মন ।
সেই কথকের কথা, সেই পাখির কলতান সেই গাছেদের গোপন কথোপকথন
আমি শুনতে চাই প্রতিদিন শুনে যেতে চাই এইভাবে শান্তিতে আজীবন।
0 Comments