বিয়ে নয় কেন - তন্ময় চট্টোপাধ্যায়



সন্ধেবেলা বন্ধুর বাড়ি তাহারই মেয়ের বিয়ে
পৌঁছিয়ে গেছি একটু আগেই পোষাকে মান্জা দিয়ে ।
ঝন্টুর বৌ সামনে আমার ঝন্টু পেছনে চলে
নাদুসনুদুস চেহারা বৌয়ের শাড়িতেই কথা বলে।
দামি শাড়ি গায়ে কিছুটা পথেই ঝাঁট দেয় অবিরত
কাপড়ের খুঁটে বেঁধে গেল পাটা নয়কো ইচ্ছাকৃত।
মুখ নাই তুলে বললেন ওরে অভদ্র ছোটলোক
চোখের মাথাটা এখনই খেয়েছো চোখেতে গ্লুকোমা হোক।
সারাদিন শুধু বসে বসে খাওয়া বলদের মত দেহ
সারা পৃথিবীতে আমি ছাড়া আর বৌ তো জুটেনি কেহ।
পেছনে তাকিয়ে আমাকে দেখেই জিভ কেটে যেন কালী
চাইলেন ক্ষমা স্বামী মনে করে দিয়েছেন যত গালি।
ভাবলাম আমি আমার কারনে বেচারা শুনলো কটু
চোখেতে তাকিয়ে বুঝলাম আমি এ ব্যাপারে তিনি পটু।
সেই থেকে আর বিয়ে করবার জাগেনিকো মনে সাধ
বুঝে গেছি আমি বিয়ে করলেই জীবনটা বরবাদ।।

You Might Also Like

0 Comments