ফুল ফুটেছে - সৌরভ রায়


ফুল ফুটেছে বাগান তলে
.
সুভাসের নাই শেষ,
.
সবুজ মাঠে রুপ মিশিয়ে
.
আছে মধুর বেশ ।
.
সোনামনিরা ফুলের সাজে.
আনন্দের মাঝে ভাসে,
.
ফুলকে সাথে নিয়ে রোজ
.
হাজার খেলায় হাসে ।
.
ফুল ফুটেছে মান বেড়েছে
.
সোনালী বাংলার বুক,
.
রঙ্গিন হাওয়া ছুঁয়ে গেছে
.
সকল মানুষের সুখ ।

You Might Also Like

0 Comments