ওরা, করবে শুধু বিজয় মিছিল, চড়বে জয়রথে-
যতই, লাশের পর লাশ পড়ে যাক অনশনে রাজপথে;
চাকরি দিলেই ঘুরে যাবে ফের উন্নয়নের চাকা, তবে-
কী করে ওরা রাজকোষ থেকে সরাবে বলো টাকা?
জণগণ যদি শিক্ষিত হয়, ওদেরই তো লোকসান-
পাঁচ বছরেই সুখের গদির হয়ে যাবে অবসান।
তাই শিক্ষা দেওয়ার ভাঁওতা দিয়ে, ধরায় হাতে ঝান্ডা; ওরা-
কাঁচঘরে খাবে মদ-মাংস আর বেচারাটা খাবে ডান্ডা।
আসলে এরা বেইমান সব, ধড়েতে মাথা দুটো-
যেই থালাতে খায় আবার সেই থালা করে ফুটো॥
0 Comments