মেঘে মেঘে পিয়ানোর সুর - অলোক মিত্র


অনেকদিন পর চিনলাম মেঘ তোকে
তারপর পাঠ নিলাম তোর ভালোবাসার।
কত না আবদারে, আল্লাদে আটখান
পরিপাটী তোর বিন্যাস।
আজকাল হাঁটতে হাঁটতে অনেকটা পথ
মেঠো পথ ধরে এলোমেলো
কিংবা যখন প্রার্থনা ঈশ্বরে
একফোঁটা বৃষ্টির জন্য,
ব্যাকুলতা আমাকে বিচ্ছিন্ন করে
সংসার নামক গৃহসন্ন্যাস থেকে,
ঠিক সেই মুহুর্তে তোর এলোকেশী বিন্যাস,
আকাশ জুড়ে ডাকাডাকি।
আমাকে প্রশান্তি দিবি বলে হতশ্রী কাল বোশেখী
করেছিস সংকল্প মনের সন্ধিকোণে।
আমি তখন ব্যাকুলতা নিয়ে তোর অপেক্ষায়
থাকি দিন মন যাপিত করে।
ইদানিং তাই ক্লান্ত পথে আকাশের দিকে তাকাই
কখন তুই আসিস প্রশান্তি হয়ে।
মাঠঘাট পথে প্রান্তরে,
অবশেষ ঈশ্বরকনা বর্ষিত হয় ধরাধামে।
আমি মন ভাসিয়ে,
জলপদ্ম আঙিনায় নাচানাচি করি মেঘ
তোর জন্য যত প্রার্থনা ঈশ্বরে!

You Might Also Like

0 Comments