ছায়া হয়েছো শরীরের - অঙ্কুর মজুমদার


ছায়া হয়েছো শরীরের
অঙ্কুর মজুমদার
আর মাত্র দু'মাস তারপর আবার দেওয়ালপঞ্জিকা বদলে যাবে,

তুমি অনেকটা অভ্যস্ত হয়ে যাবে আমাকে ছাড়া থাকতে
আমার হাতঘড়ির কাঁটাগুলো ইদানিং আর এগোতে পারেনা,
কেমন যেন থমকে আছে তোমায় ভেবে...
আমি ভীষণরকম চেষ্টা করছি নানান ভাবে তোমার আড়াল হতে
তবুও তুমি আশেপাশে অপেক্ষার গন্ধে মধ্যে মধ্যেই ঘোরাফেরা করছো
আমার মনে হয়, তুমি এখন ছায়া হয়েছো শরীরের...
ছায়া হয়েছো মনের...

You Might Also Like

0 Comments