প্রেমটুকু রেখো - পৌলমী কোনার



একটা কবিতা লিখো,
আমার জন্য
অকবিতাও লিখতে পারো
আর... আর... আর শোনো -
গুরুচন্ডালি দোষ থাকলেও -
রাগ করবোনা একটুও।   


তুমি কেবল কবিতা লিখো
প্রেমের কবিতা।     

লাল গোলাপ, রেস্তোরাঁ,
বাহারি পাখির কলরব -
কিংবা... কিংবা ওই -
পার্কের চুম্বন না থাকুক;
না থাকুক নখের আঁচড়,
এলোকেশীর মরনদশা। 

প্রেমের কবিতা তো!
লক্ষ্মীটি,প্রেমটুকু রেখো।

You Might Also Like

2 Comments

  1. খুব ভালো লাগলো

    ReplyDelete
  2. শুভকামনা ... এগিয়ে চল...

    ReplyDelete