নীল রঙের পাহাড়
নীল রঙের পাহাড় হয় না কি ?
নীল রঙ তো সমুদ্রের!
তাহলে সমুদ্র কিনবো।
সমুদ্র কিনবে ?
সমুদ্র আবার কেনা যায় নাকি ?
তুমি বরঞ্চ একটা আস্ত নদী কেনো।
শান্ত একটা নদী।
যে কুল কুল শব্দে বয়ে যাবে।
যার পাড়ে বসে তুমি ঢেউ গুনবে।
দেখবে পানকৌড়ি কেমন টুপ করে ডুব দিয়ে
ভেসে ওঠে দূরে গিয়ে।
মাছরাঙা মাছ ঠোটে
বসে কেমন মগ ডালে।
শান্ত নদী তো আমার পছন্দই নয়।
আমার পছন্দ দুরন্ত, স্রোতশীলা এক নদী।
যে মুহুর্তের মধ্যে বিপুল জলরাশি নিয়ে
আছড়ে পড়বে।
বয়ে যাবে বহুদূরে।
তবে তুমি পাহাড়ী ঝরনা কেনো।
দূরন্ত গতিতে পাহাড়ের ওপর থেকে
আছড়ে পড়বে।
অসংখ্য জলরাশি
বাষ্পের মতো ভেসে বেড়াবে।
যার গায়ে সূর্যের আলো পড়ে
রং বেরঙের প্রজাপতি হয়ে উড়ে
বেড়াবে বাতাসে।
আমার পাহাড়ী ঝরনা চাইনা।
আমার চাই একটা আগুন রঙের মেঘ।
যে আগুন রঙের মেঘ ফুলকি ওড়াবে।
এবং যে ফুলকি সঞ্চারিত হবে
প্রতিটি তাজা প্রানে।
যারা সমস্ত দুর্নীতি, হতাসা, ভেঙে মুচড়ে
নূতন এক ভারতবর্ষের জন্ম দেবে।
পুব দিগন্তে উঠবে নতুন সূর্য,
নতুন দিনের ভোর।
0 Comments