খরো রোদ নেয় শক্ত ঢিলার ঘ্রাণ
প্রতিবেশী মেয়েটি হেঁটে যায় লাল ব্লাউজের শরীরে
কলঙ্ক এঁকে দেয় সূর্য নামের পুরুষ
সূর্যমুখী ফুলের ছায়ায় কিছু সময় নীরবতা
অতন্দ্র সীমান্তে মাটির দেওয়াল
প্রাণভয়ে মেয়েটি লজ্জাবস্ত্র গায়ে জড়ায়
ঝোঁকে পড়ে সূর্য আদর মাখায়
নতুন আলোর প্রাণে সারা গাঁ বেঁচে ওঠে
মৃত্তিকাচারী মেয়েটির স্পর্শে ।
0 Comments