গভীর রাতে হাতড়ে বেড়াই তোকে,
আমার না পাওয়ার অব্যাক্ত ভালোবাসার মাঝে !
মনে পড়ে ?
দোলের দিনে সবার অলক্ষে যেদিন রাঙিয়ে দিলি-- আমার সীমন্তরেখা !
তোর বাহুডোরে আটকে পড়ে লজ্জায় মাথা নত হয়েছিল আমার !
তখন আমার লজ্জায় রং মিশিয়ে দিয়েছিলো তোর একটা চুম্বন !
এর পর কেটে গেছে বহু সময়, কাজের বেস্ততায় একটু একটু করে, দূরে সরে গেছে আমাদের ভালোবাসা !
এখন তো মডার্ন যুগ তাই মুঠো ফোনে, ল্যাপটপে দিব্বি কথা হয় প্রয়োজনে অপ্রয়োজনে !
দেখাও হয় দিনের শেষে,
তবে ভালোবাসাটা আর হয়ে ওঠেনা সেই আগের মতন !
এখনো রোজ রাতে আদর করিস আমায়, হয়তো এটা নিয়ম !
তবুও কেন মনে হয় ? ----
সবই কৃত্রিম !
এ ভালোবাসা নিছকই কর্তব্য বা......
জীবনের পথ ধরে চলে যাওয়া অভ্যস্থতা !!
0 Comments