আবার একটা কালো দিন এলো
মৃত্যু এসে ছিনিয়ে নিলো প্রাণ
ঈশ্বর আল্লা কোথায় গেলো God
কোন ধর্ম মুছিয়ে দিলো জল?
রক্ত ধোয় বৃষ্টি জলের স্রোতে
হয়তো মিশবে অশ্রু ধারাও তাতে
নিভবে কি আর সদ্য জ্বলা চিতা
প্রথামাফিক কবরে ঢুকবে লাশ
মানুষ বেশে এসেছিলো এরা
হিংস্রতায় ঢাকা শরীর দেহ
মানুষ মারা এদের রোজের পেশা
নৃশংসতায় একমাত্র ধর্ম
আমরা ভারতবাসীও সমান শোকাহত
পড়শী হলেও সমান অংশীদার
শান্তি হোক সবার উপর বর্ষিত
সবার আত্মায় স্বর্গে মুক্তি পাক।
0 Comments