মন ভালো হোক, মন ভালো হোক
মনকে রেখো বশে,
মনকে রেখো সবার মাঝে
আনন্দে উচ্ছ্বাসে।
মন হলো সেই ছোট্ট পাখি
উড়তে সদাই চায়,
তাইতো এ প্রাণ দূর আকাশে
উধাও হয়ে যায়।
মনই জানে মনের খবর,
ভুলতে মনের ক্ষত
দেখবে সেথায় স্বচ্ছ বাতাস
বইছে অবিরত।
তবু, আসক্তির ওই বেড়াজালে
মনকে বেঁধে রোজ
শিকল দিয়ে হানছো আঘাত
রাখছ না তার খোঁজ।
মন নিয়ে তাই বৃথাই কাঁদা
দু দিনের এই ভবে,
মন পাখি কি সদাই রবে!
ছাড়বে খাঁচা কবে!!
মনকে দিয়ো মুক্ত আকাশ
আলো, বাতাস, জল
দেখবে সেথায় রোদ ঝলমল
শিশির টলমল।
মন সাজিয়ো মনের মত
বাঁচতে চেয়ে আজ,
মন ছাড়া যে বৃথাই ছোটা
থাকুক যতই কাজ।
তাই, মন ভালো হোক সদাই চেয়ো
দুঃখ যা হয় আসুক,
চেয়ো সবার হৃদমাঝারে
তোমার ছায়া ভাসুক।।
0 Comments