যুদ্ধ - সৌভিক সেন


যুদ্ধই কি আমাদের সমাধান সূত্র?
যুদ্ধ কি পারে সমস্যা মেটাতে ?
তবে কি আমরা ভুলেছি গান্ধীর অহিংস নীতি?
ভুলেছি বিলের শান্তির বাণী?
তারাও তো যুদ্ধ লড়েছিল তবে তা ছিল শান্তির জন্য যুদ্ধ।
আমরা যে যুদ্ধ লড়ছি তা যে অনন্ত
এ এক রক্তক্ষয়ী যুদ্ধ।
এ যুদ্ধের নেই শেষ,নেই কোনো সীমানা 
এ যুদ্ধ যে শুধুই রক্ত আর মৃত্যুমিছিল
শূন্য হবে মায়ের কোল,দেশ হারাবে তার বীর সৈন্য।
রাজার শক্তি-দম্ভ-হিংসাই
আজকের রাজনীতি।
যুদ্ধ হোক মেধার;
যুদ্ধ হোক প্রগতির;
দেশ দখলের যুদ্ধ, রক্তের যুদ্ধ, স্বজনহারার যুদ্ধ;
এ কি সত্যিই কাম্য।

You Might Also Like

0 Comments