তোমার সঙ্গে তো আজকের পরিচয় নয়,
সেই কবে তুমি এসেছিলে আমার জীবনে,
ধীরে ধীরে তোমার বড় হয়ে ওঠা
তোমার দেহ বল্লরী সূর্য স্নাত হয়ে
সবুজ গরিমায় সালোক সংশ্লেষ নিঃশর্ত
ভাবে বিতরণ করেছে আমায় অনাবিল ভাবে
দিন রাত কিছু নাভেবে।
কত রাত কেটেছে তোমার সাথে কথাবলে
নিঃশব্দ বাক্যালাপে।
চোখ পড়েছে তোমার ওপর ওদের
আমি বুঝি তোমার ভয়ার্তনাদ
ঝিরি ঝিরি শব্দে ঝরে পড়ে।
আজ তুমি নেই, সেই শালিখ কিংবা কোকিল টা
আর ডাকেনা, শুধু রয়ে গেছে কালো রাস্তার অহংকার
তোমার বুকের ওপর দিয়ে চলে গেছে সে
কালো বিষাক্ত কাল নাগিনীর মতো অনন্তের পথে।
0 Comments